Country

2 weeks ago

CR Kesavan: মহাজোটের ইস্তেহারে কোনও পরিকল্পনা অথবা দৃষ্টিভঙ্গি নেই, সি আর কেসাভান

BJP Leader CR Kesavan
BJP Leader CR Kesavan

 

চেন্নাই, ২৯ অক্টোবর : বিহারে মহাজোটের নির্বাচনী ইস্তেহারকে কটাক্ষ করল বিজেপি। বুধবার বিজেপি মুখপাত্র সি আর কেসাভান বলেন, বিহারে মহাজোটের ইস্তেহারে কোনও পরিকল্পনা অথবা দৃষ্টিভঙ্গি নেই।

সি আর কেসাভান বলেন, "মহাগঠবন্ধনের ইস্তেহারের কোনও সঠিক পরিকল্পনা অথবা দৃষ্টিভঙ্গি নেই। এই ইস্তেহার প্রতারণা এবং বিভাজনে ভরা। মহাগঠবন্ধনের ইস্তেহার মিথ্যার সমাহার। এটি বিহারের জনগণকে বিভ্রান্ত, ভুল তথ্য প্রদান এবং প্রতারণা করার জন্য একটি একক প্রতারণামূলক উদ্দেশ্য নিয়ে মিথ্যার সমাহার।"

বিজেপির জাতীয় মুখপাত্র কেসাভান আরও বলেন, "কিন্তু সৌভাগ্যবশত, বিহারের জনগণ খুবই জ্ঞানী এবং বিচক্ষণ। তাঁরা দুর্নীতিগ্রস্ত আরজেডি-কংগ্রেসের দুষ্ট চক্রান্ত সম্পর্কে সচেতন এবং তাঁরা এই প্রতারকদের পরাজিত এবং প্রত্যাখ্যান করবে। এছাড়াও, গতকাল প্রকাশিত এই পুরো ইস্তেহারেটি সম্পূর্ণরূপে ধামাচাপা পড়ে গেছে, যেভাবে আরজেডি রাহুল গান্ধী এবং কংগ্রেস দলকে অপমান করেছে।"

You might also like!