Country

3 weeks ago

Yogi Adityanath: নতুন ভারতে দেশে নিরাপত্তার বাতাবরণ আছে : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডে ভোট-প্রচারে কংগ্রেস, জেএমএম ও আরজেডি-র তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, কংগ্রেস হোক কিংবা আরজেডি অথবা জেএমএম, সবাই জনগণকে লুট করতে এসেছে।  ঝাড়খণ্ডের বোকারোতে নিরসা বিধানসভা এলাকায় এক নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ বলেছেন, "নতুন ভারতে দেশে নিরাপত্তার বাতাবরণ আছে।"

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "কংগ্রেস, আরজেডি ও জেএমএম বাংলাদেশি ও রোহিঙ্গাদের ঝাড়খণ্ডে যেতে দিচ্ছে এবং ভূমি ও লাভ জিহাদ ঘটাচ্ছে। আমাদের এই অনুপ্রবেশ বন্ধ করতে হবে। ২০১৭ সালে আমাদের সরকার গঠনের আগে উত্তর প্রদেশে কী ঘটেছিল তা আপনারা হয়তো দেখেছেন। ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর, উত্তর প্রদেশে আর কোনও দাঙ্গা অথবা কারফিউ নেই।"


You might also like!