নয়াদিল্লি, ১৩ আগস্ট : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকককে ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেছেন, "কলকাতার ঘটনায় অপরাধীদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে, তা দুঃখজনক। যেভাবে (আর জি কর) অধ্যক্ষকে ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনও কলেজের অধ্যক্ষ হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে, তা বাংলা সরকারের সুরক্ষাই দেখায়।"
সুধাংশু ত্রিবেদী আরও বলেছেন, "এটি বাংলা সরকারের করা তদন্ত নিয়ে সন্দেহের জন্ম দেয়। আমি জিজ্ঞাসা করতে চাই, কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই প্রিন্সিপালের প্রতি সহানুভূতিশীল, টিএমসি সরকারের কাছে আমার সোজা প্রশ্ন হল, কেন এত দিন সময় দেওয়া হচ্ছে। এটা কি ম্যানিপুলেশনের জন্য? সন্দেশখালির ঘটনায় আমরা তা দেখেছি। তদন্ত কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার (সিবিআই) কাছে হস্তান্তর করা হচ্ছে না?"