Country

4 weeks ago

Uttar Pradesh:অযোধ্যায় জলস্তর বাড়ছে সরযূ নদীর, অতিক্রম করলো বিপদসীমা

The water level of Saryu river is increasing in Ayodhya
The water level of Saryu river is increasing in Ayodhya

 

অযোধ্যা, ১৬ সেপ্টেম্বর : বিগত কিছু দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তর প্রদেশে, আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একনাগাড়ে অবিরাম বৃষ্টির জেরে উত্তর প্রদেশের অযোধ্যায় সরযূ নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে সরযূ নদীর জলস্তর।

ভারী বৃষ্টিপাতের জেরে সোমবার সকালে দেখা যায় সরযূ নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। কেন্দ্রীয় জল কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিক অমন রাজ সিং বলেছেন, "সরযূ নদীর জলস্তর বিপদসীমা (৫৩ সেন্টিমিটার) অতিক্রম করে বইছে, পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ার কারণে সরযূ নদীর জলস্তর বেড়েছে।"

You might also like!