তিরুবনন্তপুরম, ১৩ জুন: কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৪৯ জন ভারতীয়র। জানা গেছে, এর মধ্যে ১৯ জন কেরলের বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া কেরলে। বৃহস্পতিবার জানা গেছে, এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবে কেরল সরকার।
জানা গেছে, কুয়েতের উদ্দেশে রওনা দিচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। তাঁর রাজ্যের মানুষরা যাতে সেখানে সঠিক চিকিৎসা পান,তার ব্যবস্থা করবেন তিনি। এ ছাড়া নিহতদের দেহ সঠিক সময়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থাও যাতে ঠিকঠাকভাবে করা যায়, সেই বিষয়টিও দেখবেন তিনি।
প্রসঙ্গত, কুয়েতের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় মৃত ভারতীয়দের পরিবারগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। জানা যাচ্ছে, কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহার সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কুয়েতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।