উত্তরকাশি, ১৯ নভেম্বর : উত্তরাখন্ডের উত্তরকাশিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন শ্রমিকে উদ্ধারের কাজ রবিবার অষ্টম দিনেও অব্যাহত। নির্মীয়মান সিল্কিয়ারা সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের কাজে গতি আনতে সরকার শনিবারই এক উচ্চপর্যায়ের বৈঠক করে। বৈঠকে প্রযুক্তিগত বিভিন্ন দিক পর্যালোচনার পর পাঁচটি বিকল্প উপায় ছাড়াও সুড়ঙ্গের ভেতর দু'টি অতিরিক্ত পাইপ ঢোকানোর সিদ্ধান্ত হয়েছে। ওই পাইপ দু'টি আটকে পড়া শ্রমিকদের খাদ্য সরবরাহের কাজে সহায়তা করবে।
জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন নিগম এনএইচআইডিসিএল, তেল এবং প্রাকৃতিক গ্যাস নিগম, শতদ্রু জলবিদ্যুৎ নিগম, তেহেরী জলবিদ্যুৎ নিগম এবং রেল বিকাশ নিগম লিমিটেড-কে পাঁচটি বিকল্প উপায় রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সীমা সড়ক সংগঠন এবং ভারতীয় সেনার নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত বাহিনীও এই উদ্ধার কাজে সহায়তা করছে। সমগ্র প্রকল্পটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন এনএইচআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ আহমেদ। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে সমন্বয়ের দায়িত্ব রয়েছেন সচিব নীরজ খয়েরওয়াল। প্রতিটি দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সরকারের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে শ্রমিকদের উদ্ধারের জন্য যা যা করা সম্ভব তাই করতে হবে। প্রশাসন সূত্রের খবর, সমস্ত শ্রমিক সুরক্ষিত রয়েছেন।