Country

9 months ago

Interstate gang of highway: হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য গ্যাংকে পাকড়াও করে বড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ

Interstate gang of highway (File Picture)
Interstate gang of highway (File Picture)

 

চন্ডিগড়, ১০ ফেব্রুয়ারি: হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য গ্যাংকে পাকড়াও করে বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। শনিবার পঞ্জাব পুলিশ জানিয়েছে যে তাঁরা ৫ জনকে গ্রেফতার করে হাইওয়ে ডাকাতদের একটি আন্তঃরাজ্য দলকে পাকড়াও করেছে।

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব শনিবার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে পুলিশ ৩টি পিস্তল এবং ২০টি তাজা কার্তুজও উদ্ধার করেছে। সেইসঙ্গে রাজপুরা হাইওয়ে থেকে ওই ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।

ডিজিপি গৌরব যাদব সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন যে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৭, ৩৯৫, ৩৯২,৩৮২, ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র আইনের অধীনে ২০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলাগুলি নয়াদিল্লিতে নথিভুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি পিস্তল ও ২০টি তাজা কার্তুজ ছাড়াও এদিন একটি গাড়ি এবং ভারি সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

You might also like!