নয়াদিল্লি, ৩১ আগস্ট : ভারতে বিচারপতির সংখ্যার অনুপাত খুবই কম। বললেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তাঁর কথায়, জেলা ও দায়রা পর্যায়ের রোস্টার অতিরিক্ত চাপে পড়েছে। শনিবার দিল্লির ভারত মণ্ডপমে জেলা বিচার বিভাগের দু'দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বলও।
জেলা বিচার বিভাগের দু'দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কপিল সিব্বল বলেছেন, "আমাদের ট্রায়াল কোর্ট, জেলা ও দায়রা আদালতকে ভয় অথবা উদ্বেগ ছাড়াই ন্যায়বিচার প্রদানের ক্ষমতা দেওয়া দরকার। সেই স্তরের বিচারব্যবস্থাকে এই আত্মবিশ্বাসের সাথে উদ্বুদ্ধ করা উচিত যে, তাদের রায় তাদের বিরুদ্ধে হবে না এবং তারা ন্যায়বিচার সরবরাহ ব্যবস্থার মেরুদণ্ডের প্রতিনিধিত্ব করে। আমার কর্মজীবনে, আমি খুব কমই এই স্তরে জামিন মঞ্জুর করতে দেখেছি। এটা শুধু আমার অভিজ্ঞতা নয়, এমনকি প্রধান বিচারপতিও এটা বলেছেন, কারণ উচ্চ আদালত বোঝা হয়ে গিয়েছে। সর্বোপরি, নিম্ন আদালতে জামিন একটি ব্যতিক্রম... স্বাধীনতা হল একটি সমৃদ্ধিশীল গণতন্ত্রের ভীত এবং এটিকে গলা টিপে দেওয়ার যে কোনও প্রচেষ্টা আমাদের গণতন্ত্রের গুণমানকে প্রভাবিত করে।"