নয়াদিল্লি, ১০ জুন: ভারতের নয়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিফলিত হয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। মন্ত্রী হওয়ার দৌড়ে বহু এগিয়ে হিন্দিভাষীরাই। ২০১৯-এ কেন্দ্রীয় মন্ত্রিসভায় হিন্দিভাষী ছিলেন ৩১ জন। এবার তা বেড়ে হল ৩৬ জন। দক্ষিণ ভারতীয় ছিলেন ৫ জন। এবার তা বেড়ে হল ১৩ জন। উত্তর-পূর্বের প্রতিনিধি ছিলেন ২ জন। এবার তা বেড়ে হল ৩ জন।অন্যান্য অঞ্চলের প্রতিনিধি ছিলেন ১৮ জন। এবার তা বেড়ে হল ২০ জন। ২০১৯-এ রাজ্যসভার ১১ জন সদস্য মন্ত্রী হন। এবারেও সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে। ২০১৯-এ লোকসভার ৪৫ জন সদস্য মন্ত্রী হন।
এবার তা বেড়ে হয়েছে ৫৮ জন। ২০১৯-এ লোকসভার ৬ জন মহিলা মন্ত্রী হন। এবার তা বেড়েছে মাত্র একটি। ২০১৯-এ মন্ত্রীদের গড় বয়স ছিল ৫৯.৮। এবার তা কমে হয়েছে ৫৮.৮। আর সম্পত্তি? ২০১৯-এ মন্ত্রীদের গড় সম্পত্তি ছিল ১৪.৩ কোটি টাকা। এবার তা বেড়ে হয়েছে ১০৭.৯ কোটি টাকা।