দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামলালা প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য বৈদিক আচার অনুষ্ঠান শুরু হবে ১৬ জানুয়ারি, ২০২৪ থেকে, মূল অনুষ্ঠানের সাত দিন দিন আগে। বারাণসীর বৈদিক পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত ২২ জানুয়ারি, ২০২৪-এ উদ্বোধনের আগে অনুষ্ঠানের মূল আচার অনুষ্ঠান করবেন।
জ্যোতিষী এবং বৈদিক পুরোহিতদের সাথে পরামর্শ করার পর, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ২২ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১২টা ৪৫-এর মধ্যে রামলালাকে গর্ভগৃহে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ২২ জানুয়ারি ঠিক দুপুর ১২টা ২০-র সময় অভিজিৎ মুহুর্ত মৃগশিরা নক্ষত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। অনুষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য রবিবার সংঘ পরিবার একটি বৈঠক করে। যেখানে উপস্থিত প্রত্যেকে অনুষ্ঠানের প্রস্তুতিগুলিকে ৪টি পর্বে ভাগ করার বিষয়ে একমত হয়েছেন।