নয়াদিল্লি, ৯ জুন: রবিবার প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড-এর ফলাফল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেইই অ্যাডভান্সডের ফলপ্রকাশের সময়। রবিবার সকাল ১০ টায় ফলপ্রকাশ হয়। এই পরীক্ষায় প্রথম হয়েছেন বেদ লাহোতি। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫৫।
মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দ্বিজা ধর্মেশকুমার প্যাটেল। তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক ৭। ৩৬০ এর মধ্যে ৩৩২ পেয়েছেন তিনি। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন তিনিই।