নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : "এক পেড় মা কে নাম" অভিযানে দেশজুড়ে ব্যাপক সাড়া মিলেছে, এই অভিযানের অঙ্গ হিসেবে দেশজুড়ে ইতিমধ্যেই ৮০ কোটির বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ইতিমধ্যেই ৮০ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করেছে। তাও আবার নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই চলতি মাসের ২৫ তারিখে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। উত্তর প্রদেশ প্রায় ২৬ কোটি চারাগাছ রোপণ করে সর্বাগ্রে রয়েছে।
"এক পেড় মা কে নাম" অভিযানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে নতুন দিল্লিতে সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রী একটি পিপল চারাগাছ রোপণের মাধ্যমে এই মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন।