চামোলি, ১২ মে: অপেক্ষার অবসান। রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথ ধামের দরজা। সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ও বৈদিক মন্ত্রোচ্চারণ এর মাধ্যমে খুলে যায় বদ্রীনাথ মন্দিরের দরজা। দরজা খোলার পরে ভক্তরা এদিন শ্রীবদ্রীনাথধামে ভিড় করেন। ''বদ্রী বিশাল লাল কি জয় '' বলে জয়ধ্বনি দেন তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার অক্ষয় তৃতীয়ায় ভক্তদের জন্য খুলে গেছে উত্তরাখণ্ডের কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের দরজা। প্রতিবছর শীতের শুরুতেই বন্ধ হয়ে যায় মন্দিরগুলি। আবার গ্রীষ্মকাল এলেই পুণ্যার্থীদের জন্য খোলা হয় মন্দিরের দ্বার।