Country

5 days ago

Nation pays tribute to ambedkar: কৃতজ্ঞ চিত্তে আম্বেদকরকে স্মরণ দেশের, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Nation pays tribute to ambedkar
Nation pays tribute to ambedkar

 

নয়াদিল্লি, ১৪ এপ্রিল : ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে গোটা দেশ। ডঃ আম্বেদকরের ১৩৫-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সোমবার সকালে দিল্লির প্রেরণা স্থলে সংবিধানের প্রণেতাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য নেতারা আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে সংসদ চত্বরে প্রেরণা স্থলে ডক্টর বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়েছেন।

You might also like!