নয়াদিল্লি, ১ জুলাই : কেন্দ্রীয় সরকার লাগাতার সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করে চলেছে। এই অভিযোগ তুলে সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভে বসলেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা-সহ অন্যান্যরা। বিক্ষোভে যোগ দেন তৃণমূল কংগ্রেস সাংসদরাও। উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার এই অভিযোগে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি-বিরোধী নেতৃত্ব।