Country

1 month ago

Five died in pilbhit accident: পিলভিটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত্যু ৫ জনের

UP accident
UP accident

 

পিলভিট, ৬ ডিসেম্বর : উত্তর প্রদেশের পিলভিটে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। পিলভিট জেলা পুলিশ জানিয়েছে, ১১ জনের একটি দল গাড়িতে করে উত্তরাখণ্ডের খাতিমা উত্তর প্রদেশে আসছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। পুলিশ সুপার অবিনাশ কুমার পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও দু’জনের। বাকি ছ’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয়েরাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পান। তাঁরাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

You might also like!