দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর বা কনে যে পক্ষই হোক না কেন বিয়েতে উপহার বা যৌতুক হিসেবে তাঁরা কী পাচ্ছেন তার একটি তালিকা তৈরি করে রাখা উচিত। পণের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় এমনই নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের সময় পরিবারের তরফে যৌতুক কিংবা উপহার সামগ্রী দেওয়ার রীতি রয়েছে। মেয়ের পরিবার গয়না, আসবাব ইত্যাদি দিয়ে থাকে উপহার বা যৌতুক হিসেব। কোর্টের মন্তব্য এবার সেগুলিরই তালিকা তৈরি করে রাখা উচিত। বর-কনে উভয়পক্ষকেই যৌতুক বা উপহারের তালিকা উল্লেখ করতে বলা হয়েছে।
হাইকোর্ট উল্লেখ করেছে, পণ বিরোধী আইন অনুযায়ী, উপহার বা যৌতুক হিসেবে পাওয়া জিনিস পম বলে ধার্য হয় না। অর্থাৎ জিনিসগুলিকে পণ বলে গণ্য় করা বেআইনি। বিচারপতি বিক্রম ডি চৌহানের বেঞ্চের মন্তব্য, বিয়ের সময় উপহার হিসেবে যা পাওয়া যাবে তার একটি তালিকা তৈরি করে বর-কনে উভয়পক্ষকেই সই করতে হবে। বর-কণে দুই পক্ষের সই থাকবে সেই তালিকায়। পণ নেওয়ার ভুয়ো অভিযোগ আটকাতেই আদালত এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।