পুণে, ২২ মে : মহারাষ্ট্রের পুণে জেলার ইন্দাপুর তালুকার নিকটে কালাশি গ্রামের কাছে উজানি বাঁধের জলে নৌকা ডুবে হারিয়ে গেলেন ৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল পর্যন্ত ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উজানি বাঁধের জলে একই নৌকা ডুবে যায়, সেই নৌকায় থাকা ৬ জন জলে হারিয়ে যান। তারপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান, কিন্তু বুধবার সকাল পর্যন্ত ৬ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।