Country

1 month ago

Delhi : বুধেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানীর পরিবেশ

The atmosphere of the capital is shrouded in smog
The atmosphere of the capital is shrouded in smog

 

নয়াদিল্লি, ৬ নভেম্বর : নভেম্বরের শুরুতেই দিল্লির বাতাসের গুণমান আরও পড়তে শুরু করেছে। দীপাবলির আগে থেকেই খারাপ হতে শুরু করে রাজধানীর দূষণ পরিস্থিতি। দীপাবলি পেরোতেই বাতাসের গুণগত মান চড়চড় করে নামতে শুরু করেছে। বুধবার সকালেও বদল হলো না সেই ছবির। ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল দিল্লির বাতাস। দিল্লির এই খারাপ আবহাওয়ায় অস্বস্তি বোধ করছেন রাজধানীর বাসিন্দারা। সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্টের মতো সমস্যা হচ্ছে।

যদিও দিল্লি সরকার দূষণ রোধের জন্য আগেভাগেই সব রকম প্রস্তুতি নিয়েছে বলে দাবি। গত সপ্তাহের গোড়াতেই মুখ্যমন্ত্রী অতিশী এবং পরিবেশমন্ত্রী গোপাল রাই দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পূর্ত দফতর অনেকগুলি ‘অ্যান্টি স্মগ গান’ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি পুরনিগমের পাশাপাশি দূষণ রোধে উদ্যোগী হয়েছে এনসিআরটিসি এবং দিল্লি মেট্রোও।

You might also like!