নয়াদিল্লি, ৮ এপ্রিল : দেশের তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর সাহস জোগানোই মুদ্রা যোজনার লক্ষ্য, এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, মুদ্রা যোজনা প্রকল্পটি মোদীর প্রশংসার জন্য নয়। এই প্রকল্পটি আমার দেশের তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর সাহস জোগাতে। মুদ্রা যোজনার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ৭ লোক কল্যাণ মার্গে, নিজ বাসভবনে মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।
মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমার লক্ষ্য হলো, আমার দেশের প্রতিটি সাধারণ নাগরিক আত্মবিশ্বাসে ভরে উঠুক। হ্যাঁ, অসুবিধা আছে - প্রত্যেকেই এর মুখোমুখি হয়। জীবন চ্যালেঞ্জের সঙ্গে আসে, কিন্তু সুযোগ পেলে সেই অসুবিধাগুলি কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত। মুদ্রা যোজনা ঠিক এটাই করেছে। আমাদের দেশে খুব কম লোকই সত্যিকার অর্থে বোঝে যে কীভাবে একটি নীরব বিপ্লব ঘটে। এটি একটি বিশাল নীরব বিপ্লব।"