Country

1 week ago

A fire broke out in a warehouse in Telangana's Warangal:তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের গুদামে ভয়াবহ আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

A fire broke out in a warehouse in Telangana's Warangal
A fire broke out in a warehouse in Telangana's Warangal

 

ওয়ারাঙ্গাল, ২৭ আগস্ট : তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে ভয়াবহ আগুন লাগলো একটি গুদামে। মঙ্গলবার ভোর ৪.২৯ মিনিট নাগাদ ওই গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের বুদিধি গাড্ডা জংশনে একটি গুদামে আগুন লাগে। আগুনে দু'টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: একটি আসবাবপত্রের দোকান এবং একটি গুদাম। দমকল আধিকারিকদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

জেলা দমকল অফিসার (ওয়ারাঙ্গল) শ্রীধর বলেছেন, "মঙ্গলবার ভোর ৪.২৯-এ আমরা আগুন লাগার খবর পাই। দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ৩ ঘটনার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আমরা মনে করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।"

You might also like!