Country

1 month ago

Temperature in Shimla:নভেম্বরেও স্বাভাবিকের ঊর্ধ্বে শিমলার তাপমাত্রা, বেড়াতে গিয়ে খুশি নন পর্যটকরা

Temperature in Shimla
Temperature in Shimla

 

শিমলা, ২ নভেম্বর : দেখতে দেখতে নভেম্বর মাস এসে গেল, অথচ এখনও জমজমাট ঠান্ডা উধাও শিমলায়। উল্টে তাপমাত্রার পারদ এখনও স্বাভাবিকের ঊর্ধ্বেই। এই সময়ে হিমাচলে বেড়াতে যাওয়া পর্যটকরা মোটেও খুশি নন।

অক্টোবরে বৃষ্টি হয়নি, তবুও অধিকাংশ দিনই তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ নভেম্বর পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হিমাচল প্রদেশের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে উনায়, এছাড়াও কাংরা, বিলাসপুর, হামিরপুরেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এমনকি শিমলাতেও স্বাভাবিকের ওপরে রয়েছে তাপমাত্রা। হিমাচলে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে, তা আপাতত অজানা।


You might also like!