নয়াদিল্লি, ১৬ মার্চ : জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় আগামী ২৫ মার্চ সিবিআই-এর দফতরে হাজিরা দেবেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে একথা জানিয়েছেন তেজস্বীর আইনজীবী। এদিন দিল্লি হাইকোর্টে তেজস্বীর আইনজীবী জানান, তেজস্বী যাদব সিবিআই-এর সামনে হাজির হলে তাঁকে গ্রেফতার করা হবে। তেজস্বীর আইনজীবীর এই বক্তব্যের প্রেক্ষিতে সিবিআই জানিয়েছেন, এই মুহুর্তে তাঁকে গ্রেফতার করার কোনও অভিপ্রায় নেই। কিন্তু নথি দেখাতে হবে তাঁকে, তাই হাজিরা প্রয়োজন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা সেই উদ্দেশ্য পূরণ করবে না।"
উল্লেখ্য, রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তলব পেয়েও গত শনিবার দিল্লির সিবিআই সদর দফতরে হাজির হননি তিনি। যুক্তি দিয়েছিলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর টানা ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদের ধকলে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সিবিআই-এর সেই নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তেজস্বী। দিল্লি হাইকোর্টে এদিন তেজস্বীর আইনজীবী জানান, তেজস্বী যাদব যদি সিবিআই-এর সামনে হাজির হন তাহলে তাঁকে গ্রেফতার করা হবে। তেজস্বীর আইনজীবীর এই বক্তব্যের প্রেক্ষিতে সিবিআই জানায়, এই মুহুর্তে তাঁকে গ্রেফতার করার কোনও অভিপ্রায় নেই। এরপরই তেজস্বীর আইনজীবী জানান, আগামী ২৫ মার্চ সিবিআই-এর দফতরে হাজিরা দেবেন তেজস্বী যাদব।