Country

3 weeks ago

Narendra Modi :দেশের আর্থিক উন্নয়নে তামিলনাড়ুর বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : দেশের আর্থিক উন্নয়নে তামিলনাড়ুর বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোমবার তামিলনাড়ুর থুথুকুডি বন্দরে নতুন আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, তামিলনাড়ুর বন্দর পরিকাঠামোর মধ্যে রয়েছে ৩টি প্রধান বন্দর এবং ১৭টি অ-প্রধান বন্দর। এই ক্ষমতার কারণে এখন তামিলনাড়ু সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের একটি প্রধান কেন্দ্র। বন্দর-নেতৃত্বাধীন উন্নয়নের মিশনকে গতিশীল করতে, আমরা আউটার হারবার কন্টেইনার টার্মিনাল তৈরি করছি। এর জন্য ৭০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "বিকশিত ভারতের যাত্রায় আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নতুন থুথুকুডি আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল ভারতের সামুদ্রিক পরিকাঠামোর নতুন তারকা। এই উন্নয়নমূলক উদ্যোগের জন্য আমি তামিলনাড়ুর জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আনন্দিত যে, এই নবনির্মিত টার্মিনালটিতে ৪০ শতাংশ মহিলা কর্মচারী থাকবে, যা এটিকে সামুদ্রিক ক্ষেত্রে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রতীক করে তুলেছে।"


You might also like!