Country

6 months ago

স্যানিটারি ন্যাপকিন দেওয়ার অনুরোধ ছাত্রীর , আমলার বিতর্ক মন্তব্যে জোর শোরগোল

Bihar Girl Who Got ‘Condoms’ Reply From Officer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ইউনিসেফের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানেছাত্রী রিয়া কুমারী  ওই ছাত্রী অনুরোধ করেন যে, সরকার তাদের বিনামূল্যে সাইকেল, স্কুলের পোশাক দিচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও যেন দেওয়া হয়। ছাত্রীর এ হেন আর্জি শুনে হরজ্যোত কউর ভামরা নামে এক আমলা রে রে করেওঠেন এক আমলা, তিনি বলেন, ‘‘এর পর তো তুমি কন্ডোম চাইবে।’’ ছাত্রীর উদ্দেশে আমলার এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।  

এবার পাল্টা দিলেন ঐ ছাত্রী, তিনি বলেন ‘‘আমার প্রশ্নটা (স্যানিটারি ন্যাপকিন নিয়ে) ভুল ছিল না। এটা কোনও বড় ব্যাপার নয়। আমি কিনতে পারি। কিন্তু বস্তিতে অনেকেই থাকেন, যাঁদের এ সব কেনারও সামর্থ্য নেই। তাই নিজের জন্য নয়, সব মেয়ের জন্য চেয়েছিলাম।’’

রিয়ার অনুরোধ শুনে আমলা যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে। এই প্রসঙ্গে ওই ছাত্রী বলে, ‘‘আমরা নিজেদের সমস্যার কথা জানাতে গিয়েছিলাম। লড়তে যাইনি।’’


You might also like!