বেঙ্গালুরু, ৫ জুলাই :এবারের প্যারিস অলিম্পিকে ভারতের প্রায় ১২০ জনের দল অংশ নেবেন। তাঁদের মধ্যে থাকছেন ১৪ বছর বয়সী বেঙ্গালুরুর ধিনিধি দেসিংঘু। আর তিনিই হচ্ছেন এবারের ভারতের অলিম্পিক প্রতিনিধিদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগী। তিনি অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন।
দেসিংঘু জাতীয় গেমস ও সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গত বছর পদক জিতেছেন। চলতি বছরে তিনি দেশের সেরা মহিলা সাঁতারুর স্বীকৃতি পেয়েছেন।
তাঁর কথায়, অনেকটা পথ আমাকে যেতে হবে। অলিম্পিকের মতন জায়গায় একটা পদক পাওয়া বিশাল ব্যাপার। এবার কতখানি সাফল্য পাব বলতে পারব না। তবে ২০২৮ বা ২০৩২ সালের অলিম্পিকের জন্য আমি এখান থেকেই তৈরি হচ্ছি। অলিম্পিক ভিলেজে থাকার অভিজ্ঞতাটা বাড়িয়ে নিতে পারব এবার। ভারতের প্রতিযোগিতাগুলির সঙ্গে আন্তর্জাতিক স্তরের রেসের ফারাক থাকে। সুতরাং অলিম্পিক্সে কী ধরনের রেস হয় তা সামনে থেকে দেখে নিতে পারব।