Country

3 weeks ago

Swacchata Hi Sewa Abhiyan 2024 :দেশজুড়ে শুরু স্বচ্ছতাই সেবা অভিযান, চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত

Swacchata Hi Sewa Abhiyan 2024
Swacchata Hi Sewa Abhiyan 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  স্বচ্ছতাই সেবা অভিযান-২০২৪  শুরু হয়েছে দেশজুড়ে। চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা 'স্বভাব স্বচ্ছতা-সংস্কার স্বচ্ছতা'। এর আওতায় শ্রমদান ও সম্মিলিত উদ্যোগে সারা দেশে পর্যটন স্থল, সরকারি ভবন, জলাশয়, চিড়িয়াখানা, অভয়ারণ্য এবং জনসাধারণের ব্যবহৃত শৌচালয়ের মতো স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

তিনটি মূল স্তম্ভের ওপর এবারের অভিযান পরিকল্পনা করা হয়েছে। এগুলি হল-স্বচ্ছতার জন্য নির্ধারিত স্থান- সিটিইউ শ্রমদান কার্যক্রম, স্বচ্ছতায় জন ভাগীদারি এবং সাফাই মিত্র সুরক্ষা শিবির।

You might also like!