ত্রিশূর, ১০ জুন : কেরল বিজেপির একমাত্র এবং প্রথম সাংসদ সুরেশ গোপী রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হিসেবে মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে এখন গোপীর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সাংবাদিকদের তিনি নিজেই মন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমি মন্ত্রিত্ব চাইনি। আশা করি দলের নেতাকর্মীরা আমাকে এই পদ থেকে মুক্তি দেবেন।
মন্ত্রী পদ ছাড়ার কারণও জানিয়েছেন সুরেশ গোপী। তিনি জানিয়েছেন, অনেক ছবিতেই ইতিমধ্যেই চুক্তি করেছি। সেগুলিতেও আমি দায়বদ্ধ। এছাড়াও আমি ত্রিশূর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেই কাজ করতে চাই। উল্লেখ্য, সুরেশ গোপী কেরলে প্রথম নির্বাচিত বিজেপি সাংসদ। কেরলে এটাই বিজেপির প্রথম জয়। সুরেশ গোপী ত্রিশূর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।