দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অতিরিক্ত ৭ দিন জামিনের আবেদন করেছিলেন। আপ সুপ্রিমোর আইনজিবি ওই মামলার দ্রুত শুনানির আবেদন করেন। তবে শীর্ষ আদালত দ্রুত এই মামলার শুনানিতে রাজি হল না।
আম আদমি পার্টি সূত্রে খবর, বেশ কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা করাতে হবে আপ সুপ্রিমোর। তার মধ্যে রয়েছে PET-CT স্ক্যান। মূলত ক্যানসার নির্ধারণ করার জন্যই এই পরীক্ষা করানো হয়। দলের তরফে জানানো হয়েছে, একাধিক শারীরিক পরীক্ষা করাতে হবে বলেই অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে চান কেজরি। অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এইসঙ্গে দ্রুত শুনানির আবেদন জানান কেজরির আইনজীবী। যদিও মঙ্গলবার আদালত, জানিয়ে দিল এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি ডিও ওয়াই চন্দ্রচূড়। তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।