নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : মালায়ালাম অভিনেতা সিদ্দিককে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করলো সুপ্রিম কোর্ট। পাশাপাশি সিদ্দিকের জামিনের আবেদনের প্রেক্ষিতে কেরল সরকারকে নোটিশও দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ায় আপাতত মালায়ালাম অভিনেতা সিদ্দিককে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
ধর্ষণ মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছেন মালায়ালাম অভিনেতা সিদ্দিক, এই জামিনের আবেদনের প্রেক্ষিতে কেরল সরকার এবং অন্যদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।