Country

1 year ago

Diwali 2023 : অযোধ্যায় শুরু দীপাবলির উৎসব, সরযূর তীরে জ্বলবে ২৪ লক্ষ প্রদীপ

24 lakh lamps will be lit today  Ayodhya (File picture)
24 lakh lamps will be lit today Ayodhya (File picture)

 

অযোধ্যা, ১২ নভেম্বর  : আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠেছে অযোধ্যা। দীপাবলির উৎসব শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। উত্তর প্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং ট্যাবলো শোভাযাত্রার উদ্বোধন করেছেন। রবিবার দীপাবলির সন্ধ্যায় অযোধ্যায় ২৪ লক্ষ প্রদীপ জ্বালানো হবে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দীপোৎসবের উদ্বোধন করবেন । তার জন্য সেজে সরযূ নদী ৫১টি ঘাটে । একই সঙ্গে জ্বালানো হবে সেই প্রদীপ। এ নিয়েই তৈরি হবে এক সঙ্গে সবথেকে বেশি প্রদীপ জ্বালানোর রেকর্ড।

আ রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই দীপোৎসবের উদ্বোধন করবেন। রবিবার দুপুর ৩টে থেকেই শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তর প্রদেশের মন্ত্রিসভার প্রায় সব সদস্য উপস্থিত থাকবেন অযোধ্যায়। সরযূ নদীতে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আরতি করবেন যোগী আদিত্যনাথ। এর পর সাড়ে ৭ টায় জ্বালানো হবে লক্ষাধিক প্রদীপ। সরযূ নদীর তীরে বিভিন্ন ঘাটে এই প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রদীপ জ্বালানোর বিষয়টি পর্যবেক্ষণ করবেন। ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে অংশ নেবেন। পুরো অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন যোগী। এমনকি দীপাবলির রাত অযোধ্যাতেই তিনি কাটাবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দীপাবলির আলোয় উদ্ভাসিত অযোধ্যা নিশ্চিতভাবে নজর কাড়বে গোটা দেশ-সহ বিশ্ববাসীর।

প্রসঙ্গত,  শনিবার থেকেই অযোধ্যায় শুরু হয়েছে দীপাবলির উৎসব । উত্তর প্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং ট্যাবলো শোভাযাত্রার উদ্বোধন করেছেন। সকেত ডিগ্রি কলেজ থেকে শুরু করে রাম কথা পার্কে এসে শেষ হয়েছে সেই শোভাযাত্রা। শোভাযাত্রার ১১টি ট্যাবলোতে রামায়ণের বিভিন্ন গল্প বর্ণিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বাজনা এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছে অযোধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এসেছেন সেখানে। আজমগড় থেকে এসেছে ধোবিয়া নাচ, হিমাচল প্রদেশ থেকে এসেছে কুল্লু নাতি. পঞ্জাব থেকে এসেছে গাটকা এবং ভাঙরা, গুজরাট থেকে এসেছে গরবা, নাগপুর থেকে এসেছে ঢোল-তাসা।

You might also like!