চেন্নাই, ৭ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর জন্য একাধিক বিনিয়োগ নিয়ে স্পেন থেকে চেন্নাই ফিরে এলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বুধবার সকালে চেন্নাই ফিরে এসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বেশ কিছু দিনের সফরে স্পেনে গিয়েছিলেন তিনি, বুধবার সকালে সেই দেশ থেকেই মাতৃভূমিতে ফিরে এসেছেন স্ট্যালিন। বিমানবন্দরে স্ট্যালিনকে স্বাগত জানান ডিএমকে-র শীর্ষ নেতা দুরাই মুরুগান এবং সাংসদ টি আর বালু।
মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এদিন বলেছেন, "আমি স্পেনে গিয়েছিলাম এবং অনেক বিনিয়োগ পেয়ে ফিরে এসেছি। আমি বিনিয়োগকারীদের সভায় অংশ নিয়েছিলাম, সেখানে প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলাম, তাঁদের বলেছি তামিলনাড়ু কীভাবে বিনিয়োগের জন্য অনুকূল। এছাড়াও তামিলনাড়ুতে বিনিয়োগ করার জন্য তাঁদের অনুরোধ করেছি।"