Country

1 year ago

JDS leader HD Kumaraswamy:দেশের ভালোর জন্য স্থিতিশীল সরকার ভীষণ দরকার : কুমারস্বামী

JDS leader HD Kumaraswamy
JDS leader HD Kumaraswamy

 

নয়াদিল্লি, ৭ জুন: দেশের ভালোর জন্য এক স্থিতিশীল সরকার ভীষণ দরকার। এই অভিমত পোষণ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। একইসঙ্গে তিনি বলেছেন, "কোনও দাবি নেই। নরেন্দ্র মোদীকে কাজ করার জন্য সবাই মুক্ত হাত দিয়েছে। একটি স্থিতিশীল সরকার দেশের জন্য গুরুত্বপূর্ণ।"

এনডিএ বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালে দিল্লিতে আসেন কুমারস্বামী। তিনি আরও বলেছেন, "আমরা সবাই তাঁর (প্রধানমন্ত্রী মোদী) সঙ্গে আছি, আমরা শুধুমাত্র এনডিএ-র সঙ্গে হাত মেলাচ্ছি। শুধুমাত্র আমিই নই, উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে সমগ্র দেশের, বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে...কোনও দাবি নেই। দেশের জন্য স্থিতিশীল সরকার দরকার, সে জন্য আমরা তাঁর সঙ্গে হাত মেলাচ্ছি।" এনডিএ-র শরিকরা বিভিন্ন রকম দাবি করছেন বলে শোনা যাচ্ছে, এ প্রসঙ্গে কুমারস্বামীকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, "অবশেষে, সবাই একমত হবে।"

You might also like!