জয়পুর, ২৯ সেপ্টেম্বর : রাজস্থানের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সরকারি কর্মীদের জন্য ৪% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রাখতেই ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের অশোক গেহলট সরকার।
বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছেন। এখন ১ জুলাই, ২০২২ থেকে রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা প্রদেয় হবে। উল্লেখ্য, বুধবারই ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।