কলম্বো ও নয়াদিল্লি, ৫ এপ্রিল : ভারতের 'প্রতিবেশী সর্বাগ্রে' নীতি, ভিশন মহাসাগরে শ্রীলঙ্কার বিশেষ স্থান রয়েছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, "আমরা আশা করছি, শ্রীলঙ্কা সরকার তামিলদের আকাঙ্ক্ষা পূরণ করবে, সংবিধানের পূর্ণ বাস্তবায়নের দিকে কাজ করবে এবং অস্থায়ী কাউন্সিল নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করবে।" শনিবার কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী। পরে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক যৌথভাবে সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।এছাড়াও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা চুক্তি বিনিময় হয়। এরপর রাষ্ট্রপতি সচিবালয়ে আয়োজিত প্রেস মিটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত ৬ মাসে, আমরা ১০ কোটি ডলারেরও বেশি ঋণ অনুদানে রূপান্তরিত করেছি। আমাদের দ্বিপাক্ষিক ঋণ পুনর্গঠন চুক্তি শ্রীলঙ্কার জনগণের জন্য তাৎক্ষণিকভাবে সহায়ক হবে। এখন আমরা সুদের হার কমানোর সিদ্ধান্তও নিয়েছি। এটি দেখায় যে এখনও ভারত শ্রীলঙ্কার জনগণের পাশে রয়েছে।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এটি শ্রীলঙ্কায় আমার চতুর্থ সফর; আমার শেষ সফরটি ছিল সংবেদনশীল সময়ে। সেই সময়ে, আমার বিশ্বাস ছিল, শ্রীলঙ্কা আরও শক্তিশালী হয়ে উঠবে, এখন শ্রীলঙ্কাকে আবারও অগ্রগতির পথে এগিয়ে যেতে দেখে আমি আনন্দিত। আমি গর্বিত যে, আমরা একজন প্রকৃত প্রতিবেশীর মতো শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি। ২০১৯ সালের সন্ত্রাসী হামলা, কোভিড মহামারী অথবা সাম্প্রতিক আর্থিক সংকট যাই হোক না কেন, আমরা সর্বদা শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছি।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের জন্য ১০,০০০ ঘর শীঘ্রই সম্পন্ন হবে।"