Country 6 months ago

Speaker Om Birla inaguted Swami Vivekananda statue : মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন ওম বিড়লা

Speaker Om Birla inaguted Swami Vivekananda statue

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি জানান, তাঁর মানবতার শিক্ষা সময় ও ভৌগলিক সীমানা অতিক্রান্ত করে সকলকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি, বিদেশের মাটিতে স্বামীজির মূর্তি উন্মোচন করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান ওম বিড়লা। স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের একটি ছবি দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘স্বামী বিবেকান্দের মূর্তি উন্মোচন করতে পেরে সম্মানিতবোধ করছি৷ লাতিন আমেরিকায় এটি স্বামীজি প্রথম মূর্তি ৷ এই মূর্তি মানুষের অনুপ্রেরণার উৎস হবে। বিশেষ করে, এই অঞ্চলের যুবসমাজের জন্য। দেশের উন্নতির স্বার্থে বদল আনতে আরও তাঁদের সচেষ্ট করে তুলবে।’’ বর্তমানে ভারতীয় সাংসদদের একটি প্রতিনিধি দল মেক্সিকোয় গিয়েছে। তাঁদের নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ। এনিয়ে তিনি আরও একটি টুইট করেন। যেখানে তিনি বলেন, ‘‘স্বামীজির মানবতার বার্তা এবং শিক্ষা সব ভৌগলিক সীমানা ও সময়কে ছাপিয়ে সকলকে সমৃদ্ধ করেছে। তাঁর বার্তা সম্পূর্ণ মানবসভ্যতার জন্য। আজকে মেক্সিকোয় তাঁর মূর্তি উন্মোচন করলাম এবং তাঁকে আমাদের হৃদয় থেকে শ্রদ্ধা জানালাম ৷’’

You might also like!