Country

9 months ago

Southwest Monsoon: এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, দেশের আরও কিছু অংশে অগ্রসর বর্ষা

Southwest Monsoon advancing (Symbolic Picture)
Southwest Monsoon advancing (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ৬ জুন: দেশের আরও কিছুটা অংশে অগ্রসর হল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে বর্ষা। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য আরব সাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে; কর্ণাটকের বেশিরভাগ অংশ; মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আরও জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা। উল্লেখ্য, গত ৩০ মে কেরল হয়ে দেশে প্রবেশ করেছে বর্ষা। এখন নিজস্ব ছন্দে দেশের অন্যত্র বিস্তার লাভ করছে বর্ষা।


You might also like!