নয়াদিল্লি, ৬ জুন: দেশের আরও কিছুটা অংশে অগ্রসর হল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে বর্ষা। বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য আরব সাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে; কর্ণাটকের বেশিরভাগ অংশ; মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আরও জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা। উল্লেখ্য, গত ৩০ মে কেরল হয়ে দেশে প্রবেশ করেছে বর্ষা। এখন নিজস্ব ছন্দে দেশের অন্যত্র বিস্তার লাভ করছে বর্ষা।