দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট সমাপ্ত হতেই একাধিক বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন NDA জোটকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হলেও এই ধরণের এক্সিট পোলকে 'ফ্যান্টাসি পোল' বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এক্সিট পোলের ফলাফল সটান উড়িয়ে দিয়েছেন। এবার এই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন সোনিয়া গান্ধী।
ভোটের ফলাফলের জন্য অপেক্ষা আরও কিছুক্ষণের। তার আগে প্রকাশ পেয়েছে নানা এক্সিট পোলের রেজাল্ট। যা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভা সাংসদ সোমবার বলেন, 'বুথফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছে তার ঠিত উলটো চিত্র দেখা যাবে লোকসভা ভোটের ফলাফলে। বিরোধীরা এই নিয়ে সম্পূর্ণ আশবাদী।'
এদিন তামিলনাড়ুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির শতবর্ষ অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া গান্ধী। করুণানিধিকে শ্রদ্ধাঞ্জালী জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কংগ্রেস নেত্রী বলেন, 'জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা সম্পূর্ণ আশাবাদী। বুথফেরত সমীক্ষায় যে ফলাফল দেখানো হয়েছে, বাস্তবে ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে।'