লেহ, ১ অক্টোবর : বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুককে সিংঘু সীমানা থেকে আটক করা হয়েছে, এরই প্রেক্ষিতে লাদাখে মঙ্গলবার বনধ পালিত হচ্ছে। রাস্তাঘাট সকাল থেকেই শুনশান, সীমিত সংখ্যক যানবাহন চলাচল করেছে।
দিল্লিতে সমাজকর্মী সোনম ওয়াংচুককে আটকের বিরুদ্ধে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) এবং এপেক্স বডি, লেহ (এবিএল) লাদাখ বনধের ডাক দিয়েছে। উল্লেখ্য, সোনম ওয়াংচুককে সোমবার রাতে সিংঘু সীমান্ত থেকে আটক করা হয়, তিনি গান্ধী সমাধির দিকে মিছিল করতে যাচ্ছিলেন তখন তাঁকে আটক করা হয়।
লেহ (এবিএল) এপেক্স বডির নেত্রী হাজান ফাতিমা বানো বলেছেন, "আমি জানতে পেরেছি যে তাদের (সোনম ওয়াংচুক এবং অন্যদের) আটক করা হয়েছে। তারা সেখানে যুদ্ধ করতে যাননি, তারা সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখের অন্তর্ভুক্তি চান। তাদের আটক করা উচিত হয়নি।"