Country

2 months ago

Snow Fall:ফের তুষারপাত পাহাড়ে, সাদা বরফের ঢাকল সান্দাকফু, ফালুট সহ একাধিক এলাকা

snofall
snofall

 

শিলিগুড়ি, ১৯ মার্চ  : বরিবাসরীয় সকালে ফের তুষারপাত পাহাড়ের একাধিক এলাকায়। এদিন ভোরবেলা থেকেই সান্দাকফু, ফালুট, মানেভঞ্জন সহ দার্জিলিং সংলগ্ন এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়েছে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে এলাকাগুলি। এদিকে সাতসকালে ঝড়ের তাণ্ডব এবং সঙ্গে দোসর বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পতন ঘটল এক লাফে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই মতো রবিবার সকাল ৫টা বাজতেই শুরু হয়ে যায় হাওয়ার তাণ্ডব। পাহাড় থেকে সমতলের একাধিক জায়গায় গাছ উপরে পড়েছে। পাহাড়ের কিছু এলাকায় গাছ বিদ্যুতের পোলে উপড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়। পাহাড়গামী রাস্তায় কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। তবে ছুটির দিনে এমন বৃষ্টি হওয়ায় তা অনেকেই উপভোগ করেছেন। সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে বাগডোগরা সহ শিলিগুড়ি মহকুমার কয়েকটি জায়গায়।

You might also like!