দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কয়েক বছর ধরে রেল দুর্ঘটনা এবং রেলের পরিষেবা সংক্রান্ত সহ যাবতীয় বিষয়ে বারংবার শিরোনামে উঠে আসে। তবে এবার যে ঘটনাটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রান্তিক এলাকার এক রেল লাইন। তাতে শুয়ে রয়েছেন এক ব্যক্তি।
শুধু শুয়ে রয়েছেন বললে ভুল হবে, তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুমের ঘোর এতটাই যে, রেল লাইনে ট্রেন চলে আসার শব্দেও তাঁর ঘুম ভাঙেনি। মাথায় ছাতা দিয়ে তিনি রেল ট্র্যাকে অঘোরে ঘুমাচ্ছিলেন। তাঁর ঘুম ভাঙাতে আস্ত ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল। সেই ট্রেনের চালককে নেমে আসতে হয় শেষে। তিনি গিয়ে ওই ব্যক্তির ঘুম ভাঙান। তারপর ব্যক্তিকে রেল লাইন থেকে সরানো যায়। এই গোটা ঘটনার ভিডিয়ো নেট পাড়ায় সাড়া ফেলে দিয়েছে।
এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেললাইনে। নেটপাড়ায় সচিন গুপ্তা নামে এক ব্যক্তি এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রেললাইনে ছাতা নিয়ে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। তা দেখে লোকো পাইলট ট্রেন থামিয়ে দেন। তারপর তাঁকে ঘুম থেকে তুলে ট্র্যাক থেকে সরিয়ে দেয় এবং তারপর ট্রেনটি চলে যায়।’এই ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী আবার এই ভিডিও দেখা রীতিমতো অবাক হয়েছেন।