নয়াদিল্লি, ৯ আগস্ট : মনীশ সিসোদিয়া সুপ্রিম কোর্টে জামিন পেতেই আনন্দে কেঁদে ফেললেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অতিশী বলেছেন, "আজ সত্যের জয় হয়েছে, দিল্লির শিক্ষার্থীরা জিতেছে, তাঁকে জেলে রাখা হয়েছিল কারণ তিনি দরিদ্র শিশুদের সুশিক্ষা দিয়েছেন।" সাংবাদিক সম্মেলনে এই কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন অতিশী।
উল্লেখ্য, শুক্রবার মনীশকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতিতে ইডি এবং সিবিআই-এর মামলায় তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। মনীশ সিসোদিয়ার আইনজীবী ঋষিকেশ কুমার বলেছেন, "সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি উভয় মামলায় মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। তিনি গত ১৭ মাস ধরে জেলে ছিলেন। সুপ্রিম কোর্ট আরও বলেছে, মনীশ সিসোদিয়ার পক্ষ থেকে বিচারে কোনও বিলম্ব হয়নি। শীর্ষ আদালত এটাও বলেছেন, ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের উচিত জামিন চাওয়া সমস্ত মামলা সুপ্রিম কোর্টে যাতে না পৌঁছয় তা নিশ্চিত করা।"