Country

2 weeks ago

Mayawati:এসসি ও এসটি সংরক্ষণ ইস্যুতে কংগ্রেস, সপা ও ইন্ডি জোটের নীরবতা বিপজ্জনক : মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, ২৩ আগস্ট : তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিলের প্রতিবাদে গত ২১ আগস্ট দেশজুড়ে ভারত বনধ পালিত হয়। এই ইস্যুতে এবার সরব হলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে মায়াবতী মন্তব্য করেছেন, এসসি ও এসটি সংরক্ষণ ইস্যুতে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও ইন্ডি জোটের নীরবতা বিপজ্জনক।

উল্লেখ্য, সম্প্রতি শীর্ষ আদালত একটি মামলার রায়ে জানায়, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সমাজের মধ্যে যাঁরা আর্থিক ভাবে স্বচ্ছল তাঁদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে আর্থিকভাবে যাঁরা একেবারে নীচে রয়েছেন, সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাঁদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত।

এ প্রসঙ্গে শুক্রবার সকালে এক্স মাধ্যমে মায়াবতী নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক্স-এ লেখেন, "এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক যে, কেন্দ্র এখনও পুরানো ব্যবস্থা পুনরুদ্ধার করতে এবং এসসি/এসটি সংরক্ষণে শ্রেণীবিভাগ এবং ক্রিমি লেয়ারের নতুন নিয়মগুলি কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি। ২১ আগস্ট ভারত বনধ সত্ত্বেও কেন্দ্র যদি এই বিষয়ে প্রয়োজনীয় সংশোধন করার বিষয়ে না ভাবে, তবে এটি উদ্বেগের বিষয় ... এই বিষয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তাঁদের ইন্ডি জোটের নীরবতা সমান বিপজ্জনক।"

You might also like!