Country

2 months ago

Sikkim's lifeline National Highway No. 10 opened: খুলে গেল সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক, যান চলাচল শুরু

Sikkim's lifeline National Highway No. 10 opened (File Picture)
Sikkim's lifeline National Highway No. 10 opened (File Picture)

 

শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বর  : চারদিন পর খুলে গেল শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে সরাসরি যান চলাচল। সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতিঝোরায় বিরাট ধসের কারণে এই কদিন সমস্ত গাড়ি ঘুরপথে চলাচল করছিল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে রাস্তা মেরামত করা হয়েছে। অবশেষে চারদিন পর বুধবার শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং রুটে সরাসরি যান চলাচল শুরু হয়েছে।

এই কদিন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে গাড়ি চলাচল করেছে ঘুরপথে। শিলিগুড়ি ও গ্যাংটকের মধ্যে যান চলাচল করেছে গরুবাথান-লাভা পথে। কিছু গাড়িকে তিস্তাবাজার-পেশক-কার্সিয়ং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পেলিং-শিলিগুড়ি পথে গাড়িগুলি চলাচল করেছে দার্জিলিং-লেবং দিয়ে। গাড়ি ঘুরপথে চলায় চিন্তায় পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরাও। অবশেষ এই রুট খুলে দেওয়ায় স্বস্তিতে সকলেই।

You might also like!