বেঙ্গালুরু, ২ মার্চ: একদিন আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে, বিস্ফোরণের পরবর্তী দিন শনিবার বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফেতে গেলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিজ চোখে বিস্ফোরণস্থল ঘুরে দেখেন তিনি। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, "সমস্ত রোগীর চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে। আহত হয়েছেন প্রায় ১০ জন। তিনজন ব্রুকফিল্ড হাসপাতালে এবং অন্য ৬ জন ভিদেহি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি সেখানেও যাচ্ছি। রোগীরা চিকিৎসায় খুব ভালো সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছেন।"
এদিকে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এফআইআর রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৪৭১ ধারা এবং ইউএপিএ-র অধীনে ১৬, ১৮ এবং ৩৮-এর অধীনে এফআইআর নথিভুক্ত করেছে, এফআইআরে বিস্ফোরক পদার্থ আইনের ৩ এবং ৪ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে।