Country

8 months ago

RS MP Kapil sibbal attack Amit shah:অমিত শাহকে উপর্যুপরি আক্রমণ সিব্বলের, "৪০০" পার শব্দবন্ধকেও কটাক্ষ

RS MP Kapil sibbal attack Amit shah
RS MP Kapil sibbal attack Amit shah

 

নয়াদিল্লি, ১৬ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপর্যুপরি আক্রমণ করলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেছেন, "তিনি (অমিত শাহ) বলেছেন, যদি আমরা ৪০০ আসনে জিততে পারি, আমরা পিওকে ফিরিয়ে আনব। আমি বলতে চাই, আপনারা যদি এতগুলি আসন না পান, তাহলে কি পিওকে ফিরিয়ে আনবেন না? আমরা চাই আপনারা পিওকে ফিরিয়ে আনুন। তবে, প্রথমে আপনাদের সেই ৪ হাজার কিলোমিটার ফিরিয়ে নিতে হবে যা চিন কেড়ে নিয়েছে।"

কপিল সিব্বল আরও বলেছেন, "অমিত শাহ অত্যন্ত আপত্তিকর বক্তব্য রেখেছেন এবং সুপ্রিম কোর্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, অনেকে বলে যে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্ট দ্বারা একটি বিশেষ আচরণ। যে স্বরাষ্ট্রমন্ত্রীর আইন সম্পর্কে তেমন জ্ঞান নেই, তাঁর এমন মন্তব্য করা উচিত হয়নি।"


You might also like!