নয়াদিল্লি, ২৯ আগস্ট : দেশজুড়ে চলছে 'এক পেড় মা কে নাম' অভিযান, এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে চারাগাছ রোপণ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে তিনি আহ্বান জানালেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরিত্রীকে নিরাপদ রাখতে হবে আমাদের। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন বলেছেন, "কিষাণ কেন্দ্রে কৃষি বিভাগের কৃষি বিশ্ববিদ্যালয় ও আমাদের সমস্ত দফতরে, আমাদের বিভাগের কর্মীরা গাছ লাগাচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পৃথিবীকে নিরাপদ রাখতে হবে। এটা প্রধানমন্ত্রীর খুব ভালো উদ্যোগ।