Country

2 weeks ago

Narendra Modi :দুই ছেলের বিয়ে দিচ্ছেন শিবরাজ, আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদীকে

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : দুই ছেলের বিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুই ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে শিবরাজ। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তাঁর স্ত্রী ও দুই ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শিবরাজ টুইট করে জানিয়েছেন, "আমরা প্রধানমন্ত্রীকে আমাদের ছেলেদের বিয়েতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।"

শিবরাজ এক্স মাধ্যমে জানিয়েছেন, "স্ত্রী সাধনা ও দুই ছেলে কার্তিকেয়-কুণালকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা দুই ছেলের বিয়েতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর আশীর্বাদ নিয়েছি। প্রধানমন্ত্রী স্নেহ, ভালোবাসা, ঘনিষ্ঠতা ও আন্তরিকতায় পরিপূর্ণ একজন অভিভাবক ও বড় ভাই। তিনি অত্যন্ত সরল, মানুষের সংবেদনশীলতায় পরিপূর্ণ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। তাঁর সঙ্গে দেশ ও কৃষকদের জন্য কাজ করা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।"

You might also like!