চিত্রদুর্গ, ২ সেপ্টেম্বর : বুকের ব্যথায় আচমকাই অসুস্থ হয়ে পড়ল বিতর্কিত ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরনারুর। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাবালিকা মেয়েদের ধর্ষণের অভিযোগে লিঙ্গায়েত শিরের মুরুগা মঠের ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরনারুর এখন ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই ধর্মগুরুকে চিত্রদুর্গ জেলা কারাগারে রাখা হয়। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে জেল থেকে বের করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, কর্ণাটকের চিত্রদুর্গা এবং মাইসুরু জেলা জুড়ে নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনের দিনব্যাপী বিক্ষোভের পরে বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিট নাগাদ গ্রেফতার করা হয়েছিল এই ধর্মগুরুকে। এরপর তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশ আইন-শৃঙ্খলার সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে চরম সতর্কতা অবলম্বন করেছিল।