Country

3 weeks ago

Shezad Punawala: আম আদমি পার্টি খড় পোড়ানো বন্ধ করতে ব্যর্থ : শেহজাদ পুনাওয়ালা

Shehzad Poonawala (File picture)
Shehzad Poonawala (File picture)

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : আম আদমি পার্টি খড় পোড়ানোর ঘটনা বন্ধ করতে ব্যর্থ, এই মন্তব্য করে আপ দলকে কটাক্ষ করেছেন বিজেপির শেহজাদ পুনাওয়ালা। মঙ্গলবার আম আদমি পার্টিকে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

দীপাবলির দু'দিন পরে, দিল্লির দূষণ আবার গুরুতর স্তরে পৌঁছেছে। এনিয়ে সর্বস্তরে রাজনীতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে দূষণের কারণ হিসেবে একদিকে আম আদমি পার্টি দীপাবলিতে বাজি পোড়ানোকে দায়ী করছে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পাল্টা আঘাত করেছে আপ দলকে। তারা আম আদমি পার্টিকে হিন্দুবিরোধী বলে আখ্যা দিচ্ছে।

শেহজাদ পুনাওয়ালা কটাক্ষের সুরে জিজ্ঞাসা করেন, দীপাবলির দশ দিন আগে কোন আতশবাজি ফাটে, তখন তো দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) ৬০০ পেরিয়ে গিয়েছিল। এখন আগামী দশদিনেও একই অবস্থা ঘটতে পারে, তার জন্যও কি হিন্দু উৎসবকে দায়ী করা হবে? তিনি আরও জানান, গত দুই দিনে, পাঞ্জাবে খড় পোড়ানোর প্রায় ২৬০০টি ঘটনা ঘটেছে। যা সুপ্রিম কোর্টের আদেশের সরাসরি লঙ্ঘন। আম আদমি পার্টির সরকার খড় পোড়ানোর ঘটনা বন্ধ করতে ব্যর্থ হয়ে হিন্দু উৎসবকে দায়ী করছে। শাহজাদ পুনাওয়ালা বলেন, অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্যর্থতার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

২০১৮ সালে, অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের দূষণের প্রধান কারণ হিসাবে খড় পোড়ানোকে উল্লেখ করেছিলেন। শুধুমাত্র গত দুই দিনে পাঞ্জাবে প্রায় ২৬০০টি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার এটি বন্ধ করতে কী করেছে? দিল্লির দূষণের প্রধান কারণও অভ্যন্তরীণ। যানবাহনের দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে কী করা হয়েছিল? আজ একিউআই লেভেল ৪৫০ ছাড়িয়ে গেছে। কোন দীপাবলি আজ এরজন্য দায়ী ?

You might also like!